আমি ছোটবেলা থেকেই সুপার হিরোদের প্রতি একটু দুর্বল।
আমার অনেক ইচ্ছা ছিল যদি আমি একজন সুপার হিরো হতে পারতাম।
কিন্তু বললেই তো আর সুপারহিরো হওয়া যায় না।
তবে আজকে আমি আলোচনা করব কিভাবে একজন সাধারন মানুষ থেকে আমরা এক সুপারহিরোতে রূপান্তর হতে পারি। প্রযুক্তি, জ্ঞান, দক্ষতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে।
সিনেমায় সুপার হিরো মানেই বিশাল শরীর, উড়তে পারে, চোখে লেজার ছোড়ে।
কিন্তু বাস্তবে?
বাস্তবে সুপার হিরো মানে—একজন মানুষ, যার আছে “সাধারণের বাইরে কিছু করার সাহস”, আর সেই সাহসকে বাস্তবে রূপ দেওয়ার প্রযুক্তি।
আমাদের লক্ষ:
আজকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সাধারণ মানুষ থেকে নিজেদেরকে উন্নীত করা আর তার জন্য আমরা নিজেদের মধ্যে যে যে পরিবর্তন নিয়ে আসবো।
++ একটা মিনি কম্পিউটার
++একটা AI
++একটা ইউনিফর্ম
++ ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের সকল তথ্যের জ্ঞান
++ চিকিৎসা শাস্ত্রের প্রাথমিক জ্ঞান
++ স্মার্ট ল্যাবরেটরী
++ ভার্চুয়াল অস্ত্র
++ নিজস্ব হ্যাকিং বা ও সুপারহিরো গেজেট
এবার শুরু করি কিভাবে আমরা এগুলো নিজেদের কাছে পেতে পারি
একটা মিনি কম্পিউটার:
নিচের জিনিসগুলো লাগবে:
১. Raspberry Pi Board (Model 3, 4 বা 5 যেকোনোটা)
২. MicroSD Card (16GB বা তার বেশি) – Operating System রাখার জন্য
৩. Power Adapter (5V 3A) – রসবে পায় চালাতে
৪. HDMI Cable ও Monitor – স্ক্রিনে দেখা যাবে
৫. Keyboard ও Mouse
৬. Case (বক্স/কেসিং) – বোর্ডটা ঢাকার জন্য
৭. Internet Connection (Wi-Fi বা LAN cable)
Raspberry Pi-তে অপারেটিং সিস্টেম বসানো:
এটা এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে তুমি সহজেই অপারেটিং সিস্টেম SD Card-এ বসান যাবে
এই লিংকে গিয়ে https://www.raspberrypi.com/software/
নিচে “Download for Windows” বা “Download for Mac” এ ক্লিক করে ডাউনলোড করতে হবে
ইন্সটল করে ওপেন করতে হবে
------------------------ ------------------------
MicroSD Card-টা কম্পিউটারে ঢোকাতে হবে (কার্ড রিডার দিয়ে যদি ল্যাপটপে ঢুকাতে না পারা জায়)।
No comments:
Post a Comment