আমাদের কুরআনে এরকম অসংখ্য শব্দ রয়েছে যে সকল শব্দের ভিন্ন ভিন্ন অর্থ থাকার কারণে ফতোয়া গত দিক থেকে বিভিন্ন ইমামদের ভিন্ন ভিন্ন মত রয়েছে
আমি আজকে তেমনই কিছু শব্দ নিয়ে আলোচনা করতে যাচ্ছি
এই ধরণের শব্দকে বলা হয়:
ألفاظ مشتركة (আল-আলফায আল-মুশতারাকাহ)
বাংলা: বহু অর্থবোধক শব্দ।
القرء (আল-কুর্’)
-------------- ------------
مس (আল-মাস্)
আয়াত: সূরা আল-মায়িদা (5:6)
أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ
➤ দুইটি অর্থ:
اللمس باليد (আল-লামস বিল ইয়াদ) – হাত দিয়ে স্পর্শ
الجماع (আল-জিমা‘) – সহবাস
➤ ইমামদের মতামত:
শাফেয়ী → হাত দিয়ে স্পর্শেও ওজু ভেঙে যায়
কিতাবুল উম (الإمام الشافعي)
আবু হানিফা, আহমদ, মালিক → সহবাস বোঝানো হয়েছে
হিদায়া, মুয়াত্তা মালিক
--------------------- ---------------------
اليد (আল-ইয়াদ)
আয়াত: সূরা আল-মায়িদা (5:38)
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا
➤ দুইটি অর্থ:
الكف – হাতের তালু
الذراع – কবজি পর্যন্ত বাহু
➤ ইমামদের মতামত:
আবু হানিফা: কবজি পর্যন্ত কাটা
শাফেয়ী: কবজি পর্যন্ত, কিন্তু নির্দিষ্ট ব্যাখ্যার ওপর ভিত্তি করে
ফাতহুল কাদির, উম্দাতুল ক্বারী
--------------------- --------------------
نكاح (নিকাহ)
আয়াত: সূরা আন্-নিসা (4:24)
فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً
➤ দুইটি অর্থ:
العقد (আল-আকদ) – বিয়ের চুক্তি
الوطء (আল-ওত্ব) – সহবাস
➤ ইমামদের মতভেদ:
ইমাম শাফেয়ী, মালিক: نكاح = চুক্তি (আকদ)
ইমাম ইবনে আব্বাস ও কিছু সাহাবা: نكاح = সহবাস
রেফারেন্স:
تفسير الطبري (তাফসীর আত-তাবারী)
المغني لابن قدامة (আল-মুগনী – ইবন কুদামা)
الأم للشافعي (আল-উম – ইমাম শাফেয়ী)
-------------- ----------------
الصلاة (আস্-সালাত)
আয়াত: সূরা হুদ (11:114)
➤ দুইটি অর্থ:
الدعاء – দোয়া
العبادة – নির্ধারিত নামায
➤ প্রসঙ্গে পার্থক্য:
কোন আয়াতে দোয়া বোঝানো হয়েছে, কোনটাতে নামায – এখানেই ইজতিহাদে পার্থক্য
---------------- ------_——————
No comments:
Post a Comment