ধর্ম

 একটু শুরু থেকেই বলা যাক..পৃথিবীতে বসবাসকারী  জনসংখ্যার একটি বড় অংশ বিভিন্ন স্রষ্টায় বিশ্বাসী। কেউবা স্রষ্টায় না, বিশেষ ক্ষমতায় বিশ্বাসী ।কারো কাছে স্রষ্টার অস্তিত্ব অলৌকিক তো আবার কারো কাছে স্রষ্টার অস্তিত্ব জাগতিক। আমরা আলাদা আলাদা স্রষ্টায় বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করার পর কিছু নিয়ম  দিয়েছেন,যেগুলো অনুসরণ করা আমাদের দায়িত্ব। স্রষ্টার প্রণীত সেই সকল বিধিবিধান নিয়ম-কানুনকে সাধারণ অর্থে ধর্ম বলা যায়। তবে ধর্ম হচ্ছে মূলত একটি মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার একটি বিশেষ বিধান। সহজ ভাষায় বলা যায় জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ,ঘুম থেকে উঠা শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, বাবা-মা থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের সাথে যোগাযোগ, ব্যবহার,সম্পর্ক  ইত্যাদি বজায় রাখা এই সকল কিছুই ধর্মের আওতাভুক্ত। তার মানে  বোঝানোর জন্য কিছু উদাহরণ দিচ্ছি : :


#আপনি কি কি খাবেন কিভাবে খাবেন এটা আপনার ধর্ম।তারমানে আপনি যা খাচ্ছেন যেভাবে খাচ্ছেন সেটা যে ধর্মের সাথে মিলবে আপনি সেই ধর্মের অনুসারী। কারণ প্রত্যেকটা ধর্মের নিজস্ব বিধি-বিধান রয়েছে।

#একইভাবে আপনি কি পোশাক পরছেন কি ধরনের পোশাক পরছেন এটাও আপনার ধর্ম।

#আপনি জীবন পরিচালনার জন্য উপার্জন করবেন, কিভাবে উপার্জন করা উচিত? কেমন ব্যবহার করা উচিত এসব কিছুই আপনার ধর্মের অন্তর্ভুক্ত।

ধর্ম কেন জরুরী?

যখন আপনি কোন নিয়মের আওতায় আছেন যখন আপনি জানেন যে আপনাকে কি করতে হবে, তখন সকল ধরনের কাজই আপনার জন্য সহজ। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনি জানেন না কি করতে হবে ,কিভাবে করতে হবে,কেন করতে হবে। তখন জীবন পরিচালনা খুবই  দুষ্কর। কারণ লক্ষ্যবিহীন কোন জীবন আসলে খেল তামাশা এবং অপচয় ছাড়া কিছুই নয়। আর একজন মানুষের লক্ষ্য বিভিন্ন হতে পারে।  সকল লক্ষ্য ও উদ্দেশ্য মানুষকে সফলতার দিকে নিয়ে যায় না। তাই সঠিক লক্ষ্য নির্বাচনের জন্য সঠিক ধর্ম নির্বাচন জরুরী। যার মাধ্যমে আপনি একটা  সঠিক দিক নির্দেশনা পাবেন।

#raduan_islam_naim

Comments

Popular posts from this blog

সময়

Ismail al Jazari(the greatest inventor and engineer)